Psalms 150

1সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর, তাঁর শক্তিতে গড়া মহাকাশে তাঁর প্রশংসা কর। 2তাঁর শক্তিপূর্ণ কাজের জন্য তাঁর প্রশংসা কর, তাঁর সীমাহীন মহত্বের জন্য তাঁর প্রশংসা কর। 3তূরী বাজিয়ে তাঁর প্রশংসা কর, বীণা আর সুরবাহার বাজিয়ে তাঁর প্রশংসা কর। 4খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তাঁর প্রশংসা কর, তারের বাজনা আর বাঁশী বাজিয়ে তাঁর প্রশংসা কর। 5জোর আওয়াজের করতাল বাজিয়ে তাঁর প্রশংসা কর, ঝন্‌ঝন্‌ করা করতাল বাজিয়ে তাঁর প্রশংসা কর। 6শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা কর।

will be added

X\