Psalms 122

1আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল, “চল, আমরা সদাপ্রভুর ঘরে যাই।” 2হে যিরূশালেম, আমরা তোমার ফটকের ভিতরে গিয়ে দাঁড়ালাম। 3সেই যিরূশালেমকে একটা সুন্দর শহর হিসাবে গড়ে তোলা হয়েছে, যার মধ্যে কোন ধ্বংসস্থান নেই। 4সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর লোকদের সমস্ত গোষ্ঠী; ইস্রায়েলকে দেওয়া আদেশ অনুসারে তারা উঠে যায় সদাপ্রভুকে ধন্যবাদ দেবার জন্য। 5সেখানেই আছে বিচারের সব সিংহাসন, দায়ূদের বংশের লোকদের বিচারের সিংহাসন। 6তোমরা যিরূশালেমের শান্তির জন্য এই প্রার্থনা কর, “যারা যিরূশালেমকে ভালবাসে তাদের মংগল হোক। 7তার চারপাশের দেয়ালের ভিতরে শান্তি থাকুক, আর তার রাজবাড়ীর দালান-কোঠার মধ্যে থাকুক মংগল।” 8আমার ভাই-বন্ধুদের মংগলের জন্যই আমি বলব, “যিরূশালেমের মধ্যে শান্তি থাকুক।” 9আমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘর সেখানে আছে বলে আমি যিরূশালেমের মংগলের চেষ্টা করব।

will be added

X\